রাজধানী ঢাকা থেকে উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদে আসতে হলে:-
সড়কপথে-
রাজধানী ঢাকা হতে উত্তরবঙ্গের যে কোন বাসে সরাসরি বঙ্গবন্ধু বহুমুখী সেতু (যমুনা সেতু) হয়ে সিরাজগঞ্জ গোলচত্বরের দক্ষিণদিকে পাবনা রোড হয়ে উল্লাপাড়া বাজার বাসস্ট্যান্ডে নামতে হবে। সময় লাগবে আনুমানিক তিন থেকে সাড়ে তিন ঘন্টা (যদি রাস্তায় কোন সমস্যা না থাকে)। এখান হতে আপনি রিক্স, ভ্যান, অটোরিক্সা অথবা পায়ে হেটে পূর্ব দিকে উল্লাপাড়া বাজারে আসতে পারবেন। রিক্স, ভ্যান, অটোরিক্সা হলে সময় লাগবে মাত্র পাঁচ মিনিট। উত্তরবঙ্গ তথা দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান উল্লাপাড়া কামিল স্নাতকোত্তর মাদ্রাসার পাশেই উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদ অবস্থিত।
ট্রেনযোগে- রাজধানীর কমলাপুর/বিমানবন্দর স্টেশন হতে সরাসরি আন্ত:নগর ট্রেনে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এ নামতে হবে। সময় লাগবে প্রায় তিন থেকে চার ঘন্টা। উল্লাপাড়া রেলওয়ে স্টেশন থেকে আপনি রিক্সা, ভ্যান অথবা অটোরিক্সা যোগে সরাসরি উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদে আসতে পারবেন। এতে সময় লাগবে প্রায় ১০ থেকে ১৫ মিনিট।
(১) মো: আকমাল হোসেন, চেয়ারম্যান, মোবাইল: ০১৭১৩-৭৪১৯১২
(২) মো: আব্দুস সালাম, ইউ,পি সচিব, মোবাইল: ০১৮৩৬-৯০৯৯৪৫
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS