ই-ভূমি কেকর্ড সেবা এখন আপনার হাতের নাগালেই। আপনার জমির পর্চা পেতে উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদের ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করে মাত্র ০৭ (সাত) দিনের মধ্যেই আপনার জমির পর্চা পেয়ে যাবেন। এক্ষেত্রে আবেদনের সময় আপনার মৌজা এবং খতিয়ান নং জানতে হবে। আবেদনের সময় আপনার নাম সহ মোবাইল নং যুক্ত করতে হবে। সিরাজগঞ্জ জেলার যে কোন উপজেলার বা যে কোন ইউনিয়নের পর্চা পেতে এখান থেকেই আবেদন করা যাবে। একটি পর্চা পেতে আপনার সরকারি খরচ মাত্র ১০০/- টাকা।
পরিচালক
ইউনিয়ন ডিজিটাল সেন্টার
উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদ
উল্লাপাড়া, সিরাজগঞ্জ।
মোবাইল নং-০১৭১৭৯২৯০৩৬
ই-ভূমি রেকর্ড সেবা (এখন জমির পর্চা পাবেন খুব সহজেই).........
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS